বিশ্ব যখন হাতের মুঠোয়..
নিঃস্ব তখন ক্ষুধায় মরে!
ভোট-বাজারে নেতা-মন্ত্রী
গদির জন্য লড়াই করে।


কে সাধু আর কে যে চোর
নিত্য চলে চাপান-উতোর
ফাটিয়ে গলা উঁচিয়ে সুর
স্বপ্ন দেখায় দূর-বহুদূর।


তবু আমরা স্বপ্নে বিভোর
সেই সকালটা আসবে...
ধনী-গরীব একইসাথে
স্বচ্ছ হাসি হাসবে!!
**********************
✍️সুলেখা রায়।(কলকাতা)