বাঙালী আমি,
বাঙালী বলেই নিজের গর্ব করি...
আমার মাতৃভাষাকে আমি
নিজেই খর্ব করি।
আমার সন্তান মেধাবী ছাত্র
বাংলা পড়তে চায় না...
বাংলা ভাষার পরীক্ষাতে
দশের বেশী পায় না।
অনুতাপ তবু হয় না বরং
গর্বে ভরে বুক...
মাতৃভাষার নির্বাসনেই
গর্বিত শত মুখ।


ধন্য আমি ধন্য বাঙালী
আমার তুলনা নাই...
মাতৃভাষাকে দূরে ঠেলে রাখি
নিতান্ত অবহেলায়।
বাংলার কোলে চির-অম্লান
কত না মানিক রতন...
রবি- নজরুল- জীবনানন্দ
সুকান্ত- মধুসূদন।
আমি বাংলায় হাসি, বাংলায় কাঁদি
গান গেয়ে দিই পাড়ি....
তবু ভুলে যাই রক্তে রাঙানো
"২১শে ফেব্রুয়ারী"!
--------------------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা)