ন্যাড়া শিরিষ গাছের তলায়
কুয়াশা মাখা ভোর....
হাড় কাঁপানো পৌষ-মাঘে
কাটে শীতের প্রহর।
তোমার জন্য শীতের আরাম
পশমি গরম জামা...
আমার শীতে উষ্ণতা দেয়
দয়ালু সূর্যিমামা!
তোমার শীতে কত মজা
পিকনিক চিড়িয়াখানা...
তোমাদের ওই আনন্দে
আমাদের যেতে মানা।
তোমার শীতে কত খাবার
পিঠে-পুলি-পায়েস...
শীত-গ্রীষ্ম আমার ঘরে
পান্তা ভাতেই বেশ।
তোমার শীতে লেপ-কম্বল
আমার ছেঁড়া কাঁথা....
খড়-কুটোয় আগুন জ্বেলে
দিনমনির অপেক্ষা।
আগুন জ্বালো আগুন জ্বালো
শীতের কলরব....
ছাদটা যাদের আকাশ তাদের
এটাই তো উৎসব।।
-----------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা)