কেউ বলে ভগবান কেউ বলে আল্লা
কেউ বলে গড আর কেউ বিসমিল্লা।


কেউ বলে আছো তুমি, কেউ বলে নেই
তোমাকে যে দেখি আমি চোখ বুজলেই।


যত নামে থাকো তুমি, তুমি এক ঈশ্বর
জগতের পিতা তুমি , তুমি জগদীশ্বর।


তুমি আছো ধূলিপথে, দীনজন মাঝে
তুমি আছো সবখানে সকলের কাজে।


তুমি আছো বিশ্বাসে নিরলস কর্মে
তোমাকে যায়না বাঁধা কোনো জাতি-ধর্মে।


পরম বন্ধু তুমি, তুমি পরমেশ্বর
শত রূপে শত নামে তুমি এক ঈশ্বর।
-----------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা)