গণতন্ত্র মহোৎসব, মহা ধুমধাম
ভক্তের ভজনায় প্রভু শতনাম।
দয়াময় দেবতারা দারুন দরাজহস্ত
আবেগে আকুল ভক্তকুল ভক্তিতে ভাবগ্রস্থ।
দীন-হীন ভক্ত আমি, বড়ই ভাগ্যবান
মাটির ঘরে নেমে আসেন স্বয়ং ভগবান!
আমার বাগানে একটি ফুল
দেবতা যে অনেক!
সেই ফুলের যোগ্য কে?
ভাবছি বসে ক্ষনেক!
দোরে দোরে দেবতারা দিয়ে যান দর্শন
হাসিমুখে করে যান দয়া-কৃপা বর্ষণ।
পূজা শেষে ফিরে যান দেবতার আসনে
পাঁচটা বছর কাটে মিঠে-কড়া ভাষণে।
---------------------------------