আজ "ভ্যালেন্টাইন'স ডে"......
কলেজ পড়ুয়া মেয়েটা আজ অনেকটা সময় ধরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাজিয়েছে।
ঠোঁটের কোণে মিষ্টি হাসি... উছ্বল আনন্দে ভরপুর।
গুণ গুন সুরে গান গেয়ে চলেছে....
"বসন্ত এসে গেছে....!!"


সদ্য তরুণী মেয়েটার দু-চোখে রঙিন স্বপ্ন!
আজ তার ভালোবাসার কুঁড়িটা পাপড়ি মেলবে...!
আজ তার স্বপ্নের রাজকুমার একগোছা রক্ত-গোলাপ হাতে ধরে বলবে....
"আই লাভ ইউ.....!"
তার সামনে নতজানু হয়ে বলবে....
   "উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন ?"


মেয়ের মনের খবর মায়ের দৃষ্টি এড়াতে পারেনি।


"মা, আমি একটু বেরোচ্ছি... ফিরতে রাত হবে কিন্তু।"
শাসনের সুরে মা বলে....
"এই অবেলায় কোথায় যাচ্ছিস শুনি....!"
"আঃ মা, বললাম তো একটু বেরোচ্ছি!"


"কিন্তু কোথায় যাবি, কার সাথে যাবি, কিছুই তো বললি না! পথে-ঘাটে আজকাল কতরকম ঘটনা ঘটে... বড় আতঙ্কে থাকি আজকাল!
তাছাড়া আজ তো ভ্যালেন্টাইন'স ডে"...... কার সাথে যাবি... কোথায় যাবি... সেটাও কি বলে যাবি না ?"


মায়ের কথায় মেয়ে বেশ বিরক্ত হয়।
"আঃ মা, তুমি বড্ড সেকেলে!
আমি যার সঙ্গে যাবো সে আমার খুব ভালো বন্ধু!
আমার দেরী হয়ে যাচ্ছে মা, আমি চললাম... আর শোনো, বারবার ফোন করো না... আমি ঠিক সময়মতো ফিরে যাবো।"
বলেই হনহনিয়ে বেড়িয়ে গেল মেয়েটা।


মেয়েটা বলেছিল, ফিরতে রাত হবে।
মেয়েটা বলেছিল...যার সাথে সে যাবে, সে তার খুব ভালো বন্ধু।
রাত হয়ে গেল... মেয়েটা ফিরল না!!
অজানা আশঙ্কায় ফোনের পর ফোন করে মা.... রিংটোন বেজে যায়...মেয়ের কোনো সাড়া পায় না।


সেই রাতটা সকাল হল, মেয়েটা ফিরল না!
সেই সকালটা আবার রাত হল, মেয়েটা ফিরল না।
থানা--পুলিশ--খোঁজ--খোঁজ--খোঁজ.......
মেয়েটাকে পাওয়া গেল পাঁচ দিন পর খালের ধারে......
মৃত...ক্ষত-বিক্ষত.....বিবস্ত্র.......!!


তারপর কেটে গেছে বেশ কয়েকটা বছর।
বুকের ভেতর গভীর ক্ষত নিয়ে আজো বেঁচে আছে তার মা।
উগ্র আধুনিকতার মোড়কে বাঁধা "ভ্যালেন্টাইন'স ডে" ফিরে আসে প্রতি বছর.... বুকের ঘা আরও দগদগে হয়। যন্ত্রনা আরো বাড়ে।
শুন্য দৃষ্টিতে মেয়ের ছবি বুকে জড়িয়ে বিড়বিড় করে বলতে থাকে কন্যাহারা এক মা....
"মেয়েটা বলেছিল ঠিক সময়মতো ফিরে যাবে.....কই! মেয়েটা তো এখনো ফিরল না!!"
--------------------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা)