ভালোবাসা বেঁচে আছে বলেই তো আজো সূর্য-চন্দ্র ওঠে...
বাতাস বয়.... ফুল ফোটে!
ভালোবাসা বেঁচে আছে বলেই,
অন্ধকারের অতন্দ্র পাহারায় সুরক্ষিত রাত...
ঘুম ভাঙানিয়া পাখি গান গেয়ে বলে, সুপ্রভাত!
ভালোবাসা বেঁচে আছে বলেই তো নদী আজো পলি বয়ে আনে...
সোনালী ফসল হেসে ওঠে অঘ্রানে।
ভালোবাসা বেঁচে আছে বলেই,
সুদূরে অচেনা বন্ধু কত কাছাকাছি আন্তরিক...
মাঝের দূরত্বটুকু শুধুমাত্র ভৌগোলিক।
ভালোবাসা বেঁচে আছে বলেই,
মরুর বুকে মরুদ্যান খুঁজে পাই...
ভালোবাসাটুকু আজো হারিয়ে যায়নি বলেই,
মৃত আত্মারা ফিনিক্স হয়ে জন্মায়!
------------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা)