চারিদিকে হৈচৈ, মহাকলরব...
দুয়ারে দুয়ারে এলো ভোট উৎসব।
বাক্যের বাণ ছোটে নেতাদের ভাষণে...
বাজারে আগুন জ্বলে, টান পড়ে রেশনে।
এ বলে আমি সাধু সে বলে আমি...
অলক্ষ্যে হেসে যান অন্তর্যামী।
কে সাধু, কে যে চোর ভেবে সারা হই
ভোটের রঙ্গ দেখে লাগে বিস্ময়!


ভোট ভোট খেলা মাঝে ঝরে কত রক্ত...
দেশপ্রেমে জেগে ওঠে শত দেশভক্ত!
খবরের শিরোনামে দেশজুড়ে অনাচার
রাজার ধর্মনীতি বোঝাটা বিষম ভার!
আশায় আশায় তবু আছি বেঁচেবর্তে...
সুদিন আসবে বলে বাঁচি বিনাশর্তে।
...…......…………………………………………
✍️সুলেখা রায়।(কলকাতা)