লকডাউন সারা দেশ
বন্দি ঘরে সবাই...
তোমার ঘরে খাবার আছে
আমার ঘরে নাই।
যেটুক খাবার ছিল ঘরে
এইবারে নিঃশেষ...
অর্ধাহারে কাটছে দিন
তবুও আছি বেশ।


দিন আনি দিন খাই আমি
লড়াইটা তো বাঁচার...
এর বেশী আর আমাদের
কিই বা আছে চাওয়ার!
দু'বেলা রোজ দু'মুঠো ভাত
সেটাই শুধু লক্ষ্য....
ভুখ-ভাইরাসের সাথে
আজীবনই সখ্য।


কে অতি ভয়ানক ?
"ভুখ" নাকি "কোরোনা" ?
ভুখ মারে আমাদের
দোষটুকু তাই ধরোনা।
ভুখা মরে নীরবেই
কি আসে যায় কার ?
ভুখ রোগের ভ্যাকসিন তাই
হয়নি আজো আবিষ্কার!
--------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা)