ভূতের রাজার ইচ্ছে হলো
সমাজসেবা করবে...
মন্দ লোকের গন্ধ পেলেই
গলা টিপে ধরবে।
দীন-ভিখারী ভুখা যারা
সহায়-সম্বলহীন,
অন্ন-বস্ত্র জুগিয়ে সেবা
করবে রাত্রিদিন।
যাদের ঘরে ছোট্ট হাতে
খাটছে শিশু-শ্রমিক...
ভূত-বাহিনী চড়াও হয়ে
সাজা দেবে সঠিক।
বৃদ্ধ বাবা-মাকে যারা
করবে অবহেলা...
ঘাড় মটকে ধরবে ওদের,
বুঝবে তখন ঠেলা।
নারী-জাতির মান-সম্মান
ধূলায় যারা লুটায়...
তাদের ধরে কড়মরিয়ে
চিবিয়ে খাবে গোটাই।
ভূতের রাজার কঠিন পণ--
জনসেবায় দেবেন মন!
দেশ ও দশের মঙ্গলার্থে
করে জীবন সমর্পণ।
অন্যায়-অবিচার
থাকবেন না আর সয়ে...
মানুষ হয়ে যা করেননি,
করবেন ভূত হয়ে।
----------------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)