বিষন্ন বিকেলের আকাশটাকে ছুঁতে যেয়ে
ছুঁয়ে আসি তোমার হৃদয়ের করিডোর।
আমি তোমাতেই হারিয়ে যাই।
স্মৃতির লতা বেয়ে নেমে আসে
একটি বৃষ্টিস্নাত সকাল, একটি উদাস দুপুর
একটি ক্লান্ত বিকেল,
কিছু মিষ্টি হাসি, কিছু খুনসুটি কিছু দুষ্টুমি,
কিছু মান,কিছু অভিমান।
সময়ের ব্যবধানে যারা আজ ফানুষ হয়ে
ঘুরে বেড়ায় আকাশ থেকে আকাশে।
একান্ত নির্জনে বিষাদের উঠোন জুড়ে নেমে আসে
কখনো খ্যাপা হাসিতে, কখনো অঝর কান্নায়।
মনের ধাওড়া ঘর থেকে বর্তমান দেয় ধাওয়া।
রুগ্ন ক্লান্ত মন নুয়ে পড়ে প্রলয়ে।
আয়নার পিছনে এক বিভৎস ভবিষ্যৎ
জীবন কেন এমন , সে তো হতে পারতো
অন্যরকম, অন্যরকম, আরো অন্যরকম
আয়নার সামনে ভয়ংকর বর্তমান।
১২ অক্টোবর ২০১৯