চোখের জলের সীমানাটা পেরিয়ে
ব্যথার কানন খুঁজি ফুল।
নিরবতা ভাঙ্গল যখন
মনে হল সবি  ভুল।
স্বপ্নের ঠিকানা আর কত দূরে?
যা হারাবার ছিল না ভয়
সে কেন আজ রয় দূরে সরে?
কেন তাকে অচেনা মনে হয়?
ঝরে যাওয়া মুকুলের স্নৃতিতে
সুবাসের ঠিকানা খুঁজোনা,
না হয় হলাম আজ
দু’টি পথের পথিক দু’জনা
স্বর্গের কামনাতে কেঁদনা
ব্যথা আর বেদনাতে ভেবনা,
অকারণে কেন  মনে রাখা
ধ্বংসের মাঝে শুধু বেঁচে থাকা।
১ জুন ২০০৮