আজকে  তোমায় হঠাৎ দেখে ইন্টারনেটে
ভাবছ আমি ক্ষোভে পড়েছি বিজায় ফেটে?
তোমায় দেখে চমকে যাব তেমন আমি নই
পুরন দিনের পুরন কথা একটু খানি কই।


প্রথম  দেখার সেই সে শ্রাবণ ক্ষণে
আমার জন্যে অপেক্ষাতে  আপন মনে।
আমি এলাম হুট তোলা এক রিক্সা চেপে
এগিয়ে এলে তুমি, পায়ে পায়ে পা মেপে।
পড়লো চোখে চোখ,তাকিয়ে অপলক
পেরিয়ে  কিছু সময় দেখল বুঝি লোকে।


রিক্সা থেকে নামতে  বাড়িয়ে দিলে হাত
দু'একটি পা বাড়াতে ঘাড় করলে কাৎ।
হাসলে আপন মনে সেই  সে শ্রাবণ ক্ষণে
যাইনি বুঝা গরল ছিলো  তোমার মনে।


সেদিন থেকে হৃদয় দুরু দুরু
বুঝি প্রেমের হলো শুরু।
একে একে কেটে গেল অগনিন
মাস বছর মিনিট ঘণ্ঠা দিন।


হঠাৎ সেদিন বললে বক্র হেসে হেসে
আমার মাথায় ব্যাম ডাঃ দেখাতে শেষে।


থমকে গেলাম একটু,তারপর বলি শোনো
জানলাম  তুমি অন্য ফুলে ভ্রমর কোনো।
মনটা ভেঙ্গে জারাজারা ব্যথায় হৃদয় বিষ
একটুখানি বিষ এনে আমাকে কেউ দিস।


আরে এমন কেন ভাবছিস রে তুই মিছে
তোর জন্য কাঁদতে,  দায় পড়েছে কিসে?
আগে  যেমন ছিলাম, এখনো আছি বেশ
চলে গেছিস তাই বলে, সব হয়েছে শেষ?


আজ হঠাৎ আমায় দেখে চমকে উঠলি বড়
কাক ভেজা কাক, নিজেকে করলি জড়ো?
সেই ফুলটি পালিয়ে গেছে চলে
যার জন্যে আমাকে  গিয়েছিলি  ভুলে?


এখনো আগের মতই বুকে দেব ঠাই!
যে বিশ্বাস হারিয়েছিস তা যে আর নাই।
তবু আমি মানুষ  করলাম তোকে ক্ষমা
তাই বলে ভাবিস না প্রেম হবে রমরমা।


যে দিন গেছে, সেদিন আসবে না  ফিরে
তবু তোর দেওয়া ক্ষত চিহ্ন হৃদয়  ঘিরে।
মধুময় স্মৃতিগুলো রক্তক্ষরণ ঝরে
এতো স্মৃতি যায় ভুলে পাগল হলে পরে।


আমায় নারে মাথার ব্যাম তোকে ঘিরে
বুঝবি রে তুই বুঝবি বোকা ধীরে
এক ফুলে তোর মন ভরে না ওরে
হাজার ফুলে  বেড়াস ঘুরে ঘুরে
এমনি করে যায় না হওয়া সুখী
তুই কি জানি এ ভূবনে তুই কতটা  দুখী?


তোর কাঙ্গাল হৃদয় শান্তির আশে ঘুরে
ফুল মালাদের দীর্ঘশ্বাসে  শান্তি গেছে উড়ে।
আজকে হঠাৎ আমায় দেখে  বাড়ালি হাত
বাঁদর নাচ নেচে নেচে হবিরে কুপোকাত।  


২১ মে ২০১৮