এম,হেফজুর রহমানঃ
যার সম্পর্ক আজ দুটি কথা বলতেই হয়।  সাহিত্য-সংস্কৃতি জগতে পা রেখে যাকে  আমি পেয়েছিলাম আমার অদম্য প্রেরণার বাহন হিসেবে।
  খুলনা সাহিত্য অঙ্গণের  এক উজ্জ্বল নক্ষত্র এম,হেফজুর রহমান। একজন তুখড় আলোচক ও বটে। তিনি পেশায় সাংবাদিক ও কলামিষ্ট। নিষ্ঠার সাথে তিনি তার গুরুদায়িত্ব পালন করে এসেছেন । খুলনার সাহিত্য অঙ্গণে  বিভিন্ন সংগঠনের সাথে দীর্ঘ দিন জড়িত আছেন। এম, হেফজুর মানে এক হাস্যজ্জ্বল মুখ।তিনি প্রবন্ধ, গল্প, কবিতা, ও পত্র সাহিত্য লিখে থাকেন। রবীন্দ্র ও নজরুলকে নিয়ে ও প্রচুর পড়াশোনা এবং চর্চা করেন। অতীত ইতিহাস ও ঐতিহ্য নিয়েও পড়াশোনা করতে বেশ ভালবাসেন। তিনি আমার একজন ভাল পথ প্রদর্শক আমার প্রেরণার উৎস। সাহিত্য অঙ্গণে পা রাখার পর অনেক শুভাকাঙ্খি হিতাকাঙ্খি  পেয়েছে।খুলনা সাহিত্য মজলিস আমার প্রথম সাহিত্য চর্চাকেন্দ্র। এখানে কবি এম,হেফজুর রহমানের হাতে আমার অনেক লেখার আলোচনা হয়।  তিনিই আমাকে প্রথম কবিতায় শব্দের চাষ করতে বলেছিলেন। আমি প্রথমে বুঝিনি প্রশ্ন করেছিলাম শব্দের আবার চাষ কি ভাবে করে? উনি বলেছিলেন  নতুন নতুন শব্দ আপনাকেই খুঁজে বের করতে হবে এবং তাকে উপমা, রূপক হিসেবে ব্যবহার করতে হবে। আমি সেই থেকে উনারই নির্দেশনায় খুঁজে ফিরি কবিতা, গল্প, উন্যাসের শরীর। বার্ধক্য ছুঁয়েছে তাকে আমি তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।।