ঝির ঝিরে বৃষ্টি
কেড়ে নিল দৃষ্টি
নাচে মন রঙে
ঢল নামে অঙ্গে।
কড়কড় দেয়া অই
নদীতে খেয়া কই?
রাখাল পথ ভুলে
কোথায় যায় চলে?
রিম ঝিম ছন্দে
কদমের গন্ধে
মেতে ওঠে ধরণী
কুল কুল সারণী।
শনশন বেনু বন
নেচে ওঠে তনুমন
নাচেরে নাচে কেকা
বালিকা পথে একা।
কাজল কালো চোখে
হরিণী থেকে থেকে
কী জানি কার আশায়
নীরবে বুক ভাসায়।
এমনো দিনে ওরে
কী বলিবে কারে
মনের কথা তার
বোঝা হলো ভার।
২৭ মে ২০১৪