শাহানাজ সুলতানা
শিউলি বকুল বেলী হাস্নাহেনার সুবাস
তখনও চাঁদ জোছনার সাথে খেলছে
সময়ের নুঁয়ে পড়া শীর্ষদেশ বিলি কেটে
এগিয়ে চলছে নিরিবিলি রাস্তা-ঘাট।
পাশের ঝোঁপে জোনাকি জ্বলছে নিভছে
এঁদো ডোবা থেকে ভেসে আসছে
ডাহুকের অশুভ সংকেত।
সারা ঘরের বাতিগুলো নিভেছে বহু আগে
তখনো তুমি ও তোমার মুখ খোলা কলম
হাতড়ে ফিরছে রোগ আক্রান্ত সমাজের
ঘোরলাগা দুরারোগ্য সংবাদ বুলেটিন।
হাতড়ে ফিরছ দীঘল রাতে নীরবে নিভৃতে কোনো গৃহবধূর বাঁলিশ ভেজার গল্প
স্মৃতির পসরা ছুঁয়ে শিস দিয়ে
ঝাক বেঁধে উড়ে যায় রঙবে রঙের স্বপ্ন।
হাতের আঙুল চিনছে না আপন মুখ।
গ্রীষ্ম বর্ষা শরৎ, খরা ঝঞ্ঝা হিমবায়ু মাঝে
খুঁজে ফিরছে মুছে যাওয়া দিনের গান।
তোমার ক্ষত- বিক্ষত মন ছড়ানো-ছিটানো লোহিত রক্তকণিকা
নিবিড় নিরাপত্তা প্রাচীর গলে
কোভিড-১৯ এর বিষাক্ত ছোবল আর
লঙ্কু লতার হিংস্র প্রতাপে
ভাষাহীন সংকেতে টেকনাফ হতে তেঁতুলিতা,
রূপসা থেকে পাথুরিয়া
বাংলা হতে বিশ্বের বুক ঘুরে বারবার সহস্রবার
কলম তোমার গর্জে উঠছে মানবতার তরে-
পরিচিত মুখ সময়ের হুইসেল আর
যাত্রির উঠানামায় কেমন অচেনা লাগছে
অলিগলি বেয়ে শহরগুলো চলেছে বহু দূরে।
কবি কাক ভেজা বৃষ্টিতেও যখন
তোমার হাতের মুঠোয় ছাতাটা ঘুমোয় ,
চোখের কার্নিশে দোলে কুঁচকানো চামড়ায়
বাংলা মায়ের হাড্ডিসার কঙ্কালের ছবি
আগত জন্মদিনের কথা ভুলে
গর্জে উঠে কলম তোমার শোনাতে চাইছে
নির্মম সময়ের গল্প।
তবু সময়ের কোরিডোর বেয়ে
শতকোটি মোম প্রদীপ জ্বলে ওঠে
হৃদয় চুঁইয়ে কুহেলী মায়া চূর্ণ অনুভূতি
বিষে ভরা বিশ পেয়ালায় চুমুক দিয়ে
হারিয়ে যায় চোখ স্বপ্নময় শাল মহুয়ার বনে।
২ জুলাই ২০২০