অস্তবেলা তোমার ওই আবির রাঙা হাসিটা মন কাড়ে
প্রজাপতি যেমন করে ফুলের বুকে বসে, তেমনি করে
নীড়ে ফেরা পাখিদের সাথে -
আমি, আমারি অজান্তে জলের আর্শিতে হারাই।
মনে হয় এ যেন জোয়ার জলে ছুটে চলা নদীর ঘ্রাণ –
মনে মনে হাসি, ভাবি কতটা নির্লজ্জ হলে
রক্ত করবীর ন্যায় রক্তাক্ত হৃদয়
নির্বাক চেয়ে থাকে হলুদ বিরহের পানে !
লোহিত বকুলের ঝরেপড়া পাপড়ি কুড়িয়ে এনে মালা গাঁথে
আঁকে মেহেদী পাতা পপলে নতুন পলস্তারা।
প্রলয় প্রহরে দাঁড়িয়ে বিষন্ন মনে ভীষণ সাধ জাগে
ফাগুনের রঙ মেখে চৈত্রদুপুরে হাওয়ায় হাওয়ায় উড়ি
জলরঙ, তেলরঙ, মোমরঙ চোখে মেখে অপলক দৃষ্টি রাখি
ঝুলন্ত ব্যালকনির সবুজ উদ্যানে শেষ বিকেলের হাসি
থেমে থেমে অস্ফুট কম্পনে হোক হৃদয়ের বিস্ফরণ।


৬ মার্চ ২০২০