টিপ নিয়ে উঠেছে কথা টিপ কি শুধুই টিপ?
টিপ হোলো এক নারীর শোভা টিপ মঙ্গলদীপ।
স্বাধীনতার পরম আনন্দ লাল সবুজের বৃত্ত
টিপ সহস্র প্রেমিকের দু'নয়নে স্বপ্ন আঁকা চিত্র।
লাখো শহীদের রক্তে কেনা বাংলা মায়ের মান
বীর বাঙালির  উল্লাসে কাঁপা স্মৃতিতে অম্লান।


টিপ নিয়ে উঠেছে কথা টিপ কি শুধুই টিপ ?
জ্ঞানে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ নও তো তুমি ক্লিব!
কেনো টিপ নিয়ে হচ্ছে এমন নারীর মান খর্ব
কবিতা গান গল্পে লেখক চোখে নারীত্বের গর্ব ।
মূর্খ-ভন্ড হিংস্র পিচাশের কথা তুলো না কানে
টিপে আঁকা লাল সবুজ পতাকায় বিশ্ব জানে।


টিপ কেবলই  টিপ তাতো না, নারীর অহংকার
শ্রেষ্ঠতম আকর্ষণ যে এক, টিপ প্রেমের সমাহার।


৩ এপ্রিল২০২২


(নারী আর কত লাঞ্চিত হলে জাতি পাবে সম্মান)