শাহানাজ সুলতানা


সময়ের স্রোত বেয়ে বয়ে,বয়ে যায় সময়
স্মৃতির জানালায় উকিদেয় সোনাঝরা অতীত
কুহুতানে কে যেন অবিরত গেয়ে চলে গান
বুকের জমিন ভাঙে তোলপাড়-
চির চেনা-জানা সব কেমন অচেনা হয়ে যায়।
সবুজ মনের বাতায়ন-
অদৃশ্য ঘুন পোকা কুরে কুরে খায়।
চৈতন্য সিঁড়ি বেয়ে গন্তব্যহীন প্রগাঢ় জীবন
কখনও আপন খেয়ালে হাসায় কখনও বা
            অঝর ধারায় কাঁদায়।
বৈচিত্র্যময় ঘাসজল ভালোবেসে
সঙ্খচিল ডানা মেলে উড়ে যেতে চায় দিগন্তে
ছুঁয়ে ফেরে সবুজ বনানী পাহাড়ি ঝর্ণা নীলাকাশ
হারাতে চায় গহীন সাগরের তলদেশে।
কোন একদিন যে মন করেছিলো নিবেদন
সাধের আবেগি মন সময় খেয়ায়
কখনও ঘাসফুলের মত পদদলিত হয়,
কখনও জ্বলজ্বলে তারার ন্যায়
             জ্বলে ওঠে তারকা বেসে।
লিকলিকে লাউ ডগায় দুধ সাদা ফুল হয়ে ফোঁটে
কত প্রিয়জন অচনা হয়ে যায়
অচেনারা লেখায় প্রিয়তে নাম
উচারন মন ভাবনার অন্তরাল অকারণ কারণ হয়
হাজারো মানুষের ভিড়ে হারানো সেই মুখ
নিভৃত সময়ে মনে মনে খুঁজে ফেরে কেউ
তন্ময় হবে ভাবি জীবন কেন এমন!


২১ / ১২/ ২০১৭


সময় বেলা ১১.০০