ভদ্রা-নদীর বাঁক ছিলো সাপের মত বাঁকা
নদী পাড়ে করতো বসত বুধু নামের কাকা,
বুধু ছিলো বেজায় গরিব কষ্টে যেতো দিন
গ্রামবাসির কাছে বুধুর থাকতো শুধু ঋণ।


ঋণ দায়ে জর্জরিত কপাল ঠোকে দেয়ালে
কেমনে হবে ঋণ শোধ, থাকে বুধু খেয়ালে,
নদী জলে ঝিকিমিকি পড়লো চাঁদের আলো
হঠাৎ তখন বুধুর মন ভীষণ হলো ভালো।


মনে মনে ভাবে কাকা আমি একটা বুদ্ধু
নইলে কেন ঋণ ভাবনায় ভাবি শুদ্ধু শুদ্ধু ,
যে কয় টাকা আছে কাছে তা দিয়েই কাল
হাট থেকে দেখেশুনে আনবো কিনে জাল।


সে জাল দিয়ে মাছ ধরবো ভদ্রানদীর বুকে
সে মাছ বেচে কিনবো চাল থাকবো সুখে,
থাকবে না দুঃখ কোনো থাকবে না ঋণ
পরিবার-পরিজন নিয়ে কাটবে ভালো দিন।


৩০ জানুয়ারি ২০২৩
গল্লামারী , খুলনা