সেদিন যখন হঠাৎ দেখা হল তোমার সাথে
নিশ্চুপ বৃক্ষের মত দাড়িয়ে ছিলাম আমি!
অতৃপ্ত নয়নে অবলোকন করেছিলাম
তোমার উৎচক্ষু, সদ্য প্রকাশিত
পদ্মফুলের কলির অনুরূপ নাসিকা,
রক্তিম ওষ্ঠ  আর লাবণ্য ময়ী কপোল!
খয়েরী রঙের চশমার ফ্রেমে বেশ মানিয়েছিল,
লাবন্য যেন দিনদিন বেড়েই চলেছে তোমার।
তুমিও অনিমেষ আখিঁতে তাকিয়ে ছিলে কেন?
মুখ অবয়বে স্তব্ধতার রেখা ফুটে উঠেছিল কেন?
দেখে খুব মায়া হল বুঝি?
সেদিন তোমার চোখে আমি এক অনন্ত মায়া খুজে পেয়েছিলাম!
কিন্তু আমরা দুজনেই অপারগ!
পরের বার যদি শহরের কোন কোলাহলপূর্ণ সড়কে কিম্বা পার্কে পূনরায়  দু'জন মুখোমুখি হয় তবে পাশ কেটে চলে যেও, না-দেখার মতো করে।
তোমাকে ভুলবার চেষ্টায় আছি!
যতবার তোমার সাক্ষাৎ পায় আমার মনে বসন্ত নামে,
নব পুষ্প ফুটে অন্তঃকরণ উদ্যানে,
কুকিলের মত মধুর সুরে ডাকতে ইচ্ছে করে।
কাছে পাবার সাধ জাগে।
তখন আমার খুব কষ্ট হয়!