স্বপ্নগুলো নদীর জলে মাছের মতো খেলে বেড়ায়
মাছের মতোই ওদের চোখে পাতা নেই, মুখে কথা নেই
এই নির্বাক স্বপ্নগুলো আমাকে দেখলেই পালিয়ে যায়
হয়তো আমার স্বপ্নহীন মুখটা ওদের মনে বিরক্তি জাগায়
কিংবা হয়তো ভয় পেয়ে যায় ঐ স্বপ্নসরল মনগুলো
আমি কিন্তু ঐ স্বপ্নগুলোকে ধরতে চাই না
আমি শুধু চাই ওদের সাথে বন্ধুত্ব করতে
একটা চুপিচুপি কিন্তু সবুজ বন্ধুত্ব...স্বপ্নময় বন্ধুত্ব


কতগুলো স্বপ্ন দেখি মাছরাঙাটার পিঠে বসে আছে
আমি যতদূর জানি স্বপ্নের ডানা নেই
তাই হয়তো মাছরাঙাটার পিঠে চড়ে উড়তে চাইছে
চলে যেতে চাইছে সেই আশ্চর্য স্বপ্নরাজ্যে
আসলে এ রাজ্যে আজ ওরা বিলুপ্তপ্রায়
বহুবছর ধরে ওদের হত্যা করে চলেছে দুঃস্বপ্নের দল
তাই হয়তো পালাতে চাইছে এ মৃত্যু-উপত্যকা থেকে
ওদের সাথে যেতে বড়ো ইচ্ছে করছে...সেই স্বপ্নসৈকতে


আর কিছুদিনের মধ্যেই হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে ওরা
কিন্তু এ বেরঙিন রাজ্যে আজ ওদের বড়ো প্রয়োজন
মাঝেমধ্যেই মনের আয়নায় ভেসে ওঠে কিছু আশা
যেমন স্বপ্নের পক্ষীরাজ ঘোড়ায় চড়ে উড়ছে শিশুর দল
স্বপ্নের মহাকাশযানে অন্যগ্রহে যাত্রা করছে পরিশ্রান্ত চাকুরিজীবী
স্বপ্নের আশ্রমে শান্তিতে দিন কাটাচ্ছেন বৃদ্ধ মা-বাবারা
তাই স্বপ্নশিকারীর দল, তোমরা ওদের আর হত্যা করো না
ওদের বাঁচতে দাও তোমরা...বাঁচতে দাও...বাঁচতে দাও