সহস্র অলিগলি ঘুরে আজ অবশেষে আমি বড়োরাস্তায়
সঙ্গী বলতে ঘামে ভেজা সাদা পাঞ্জাবী আর ময়লা কালো প্যান্ট
পকেটের কলমটা পাতার পর পাতা লিখতে চেয়ে ছটফট করছে
তবে প্রচুর লিখলেই কি জীবনের অর্থ খুঁজে পাওয়া যায়???


বিবেক আমাকে ছেড়ে চলে গেছে বহু যুগ আগে
আমার নীরবতা ওকে আঘাত করেছে বারবার
আসলে এ সরব পৃথিবীতে আমি বড়োই বেমানান
এই মৃত্যু-উপত্যকায় জন্মের আশ্বাসবাণী শোনাতে পারিনি কোনোদিনই


আমার ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছে অনেক ধার্মিক বোদ্ধা
প্রতিবারই উত্তর দিতে গিয়ে থেমে গেছি আমি
মনে মনে এখনও নিজেকে মানুষই মনে করি
তবে অতীতের শরীরে অমানুষের পোশাক পরিয়েছি স্বেচ্ছায়


বড়োরাস্তার এই নির্জনতা আজ বড়ো ভালো লাগছে
এখনও হেঁটে যেতে হবে অনেকগুলো বিকেল
প্রশ্বাসের সাথে প্রবেশ করছে অজানা অনিশ্চয়তা
তবে কোনো এক বৃষ্টিভেজা সন্ধ্যায় ঠিক পৌঁছে যাব
                                                      সেই চেতনার শহরে...