জীবনের সঠিক সুরটা খুঁজে পাচ্ছি না...
হয়তো সে আজ কোনো অজানা গুহায়
                  অত্যাচারী অন্ধকারের ক্রীতদাস হয়ে রয়েছে...
কিংবা তাকে চুরি করেছে কোনো ক্ষুধার্ত তস্কর
                  যাকে পরিস্থিতির ভয়াবহতা দৃষ্টিহীন করেছে...
সে সুর আমায় ফিরিয়ে দাও...
কারণ আমার মুমূর্ষু চেতনার শরীর
                   ও মুহূর্তে রঙিন করে দিতে পারে
                                 এক আশ্চর্য তুলির ছোঁয়ায়...


আজ ধ্বংসের মুখে জীবনের জয়গান...
জীবনের বেঠিক সুরগুলো বিপন্ন করেছে ওর অস্তিত্ব
                      আর অন্ধকূপে বন্দী করেছে মনুষ্যত্বকে...
আমার মতোই প্রতিটি মানুষের জীবনদীপ নিভিয়েছে
                        অশিক্ষা, ভণ্ডামি, অন্ধবিশ্বাসের দুর্দমনীয় ঝড়...
তাই ফিরিয়ে দাও সে সুর...
ওর পরম যত্নেই সুস্থ হয়ে উঠবে
                        বিশ্বমানবতার সেই আদি বাণী
                               যে বাণী সকলকে ভালোবাসতে শিখিয়েছে...