এসেছিলাম তোমাদের কাছে-
অতিথী পাখি হয়ে শুন্য হাতে।
আমার প্রথম ক্রন্দন শুনে-
মা উঠেছিল এক অমলিন হাসি হেসে।
সেদিন সবাই কি এক সুখে হেসেছিল-
মা হেসেছিল কান্নার সুরে-
শুধু সেদিন আমি কেঁদেছিলাম একাকি।


সব খুশি সেদিন ছিল-
শুধু আমাকে একাই ঘিরে!
ধীরে ধীরে শুরু হল আমার পথচলা,
কত মানুষ হাত ধরেছিল-
প্রথম যেদিন একপা দুপা করে আমার এগিয়ে চলা।
শিক্ষার আলোতে আমার চারিপাশ-
মা-বাবা আলোকিত করেছিল অনেক আদরে ভালবেসে।
জীবনের যত চাওয়া পাওয়া সব-
বন্দী তাদের কাছে,
কত আব্দার কত ভালবাসা-
সবই ছিল তাদের ঘিরে।