কষ্টে-সৃষ্টে থাকা কবিতারা বিদ্রোহী হয়ে উঠেছে আজ
এত বেশি বেদনার ভার তারা বইতে পারবেনা আর।
শব্দগুলোও চোখ রাঙিয়ে শাসিয়ে গিয়েছে-
এবার বসন্তেই প্রেমে পড়া চায়;
তাদের ও আগুন চায় মনে-ফাগুনের হাওয়া চায়
কিছুটা রং চায়, সাথে কিছু স্বপ্নের বুনন চায়।
এত বিদ্রোহের মাঝেও কবির বিরহ চাই;
প্রেমে না পড়ার হাজারটা অজুহাত চাই।
বিরহেই কবি কাব্য খুঁজে পাই।