প্রেম ভুলে যাওয়া যায় নাকি?
কেউ ভুলেছে কখনো? পুরাতন প্রেম?
তবে বিরহ? সে কেন আসে?
যদি সব ভুলে যাওয়া যাবে
তবে কেন মন বিরহে ডুবে রবে?
নাকি সবই অভিনয়!
আচ্ছা অভিনয় তোমাদের সুখী করেছে?
সুখী হয়েছ তো? "ভালো আছো তো?"
জানতে ইচ্ছে হয় খুব।
কতটুকু স্বার্থপর হয়ে তবে সুখ কিনেছ?
আচ্ছা, তোমার গাঁয়ের চাদর
সে কি জানে তাতে পুরাতন প্রেমের গন্ধ জড়িয়ে আছে?
তোমার পশ্চিমের জানালাটা
যেখানে বসে বসে তুমি আকাশ দেখ, মন খারাপ হলে,
সে কি জানে ওখানে পুরাতন প্রেমের সুখ লেগে আছে?
জীবনের মানে হারিয়ে, কাছের মানুষদের ব্যথায়
অথবা ভীষণ ক্লান্ত শরীরে
এই পৃথিবী ছেড়ে যাবার ইচ্ছে করার রাত গুলো কি জানে
সেখানে পুরাতন প্রেমের মমতার প্রশান্তি মিশে আছে?
তারপরও কি কেউ পারে পুরাতন প্রেম ভুলে যেতে?