কাদা পথে হাঁটতে চাইনে;
পরিপাটি বেশ-বাস নষ্ট হবে এই ভয়ে;
কেবল মালিন্য এড়িয়ে চলি
মালিন্য কিন্তু আমাকে ছাড়ে না...
অকারণ রাস্তা খোড়াখুড়ি-
রাজ্যের পূতি-গন্ধে পুষ্ট কাদা
ফুট্পাত জুড়ে বিপন্ন নদী সীকস্তি হাজার নারী-শিশু-
না, আমাকে ছাড়ে না ...
দূর্গন্ধী গলির পাশে যুবতীর ভয়াল রাত্রী-
শিশুটি কি ভরষায় এই দূর্দান্ত নগরে মায়ের কোলে চেপে এসেছে
কিসের আশ্বাসে?
নারী,এই ফুট্পাতের জীবন কি তোমার স্বপ্ন ছিলো?
তোমার সম্ভ্রম আজ এতোই সস্তা?
তোমাকে আগলে রাখতে পারতো যে হাত
সে হাত এখানে এগিয়ে আসে না-
তোমাকে অনেকগুলো মলিন হাত অন্ধকারে-
আরো বিপন্ন করে-বিদীর্ণ করে-
অথবা আজ চেনা হাতটি পক্ষাঘাতে অবশ-অক্ষম!
আমিও এইসব দেখে দেখে যুদ্ধ ক্লান্ত
আমাকে আজকাল ছুঁয়ে যায় না কিছুই ...