ফুটফুটে জোতস্নায়
ঝুলি খুলে দেখবেনা সে
অতীতের অলিগলি
বঞ্চনার আর এক নাম যদি হয়
এই বিজিত বেঁচে থাকা -
কি লাভ বলো
বিগত দিনের হিসেব মেলাতে বসে
ঢের ভালো ভেসে যাক
যতোসব আবর্জনা-
বিকট ভয়াল স্মৃতি
জমাট বেদনা
বিসর্জন দিয়ে দিক
এই স্ফটিক আলোর চরাচরে
সুগোল বলয়ের দ্যুতিময় আভায়
এই অলীক মায়ায়
আত্মহারা হোক না হয় সে
আর একবার