পূর্ণিমা রাত ছিলো
তবু চাঁদ দেখা গেলো না
আকাশে গুমোট মেঘ ছিলো
তাই প্রচণ্ড বৃষ্টি হোলো
এমন বৃষ্টি সহসা নাও হোতে পারে
এর পর দীর্ঘ খরা দেখবে হয়তো তারা
তখন খুব করে মনে হবে
বৃষ্টির অবহেলা
এমনি হয়, হয়ে আসছে যুগ-যুগ
তবুও পথ চলতে চলতে
ক্ষণিকের জন্যে দাঁড়াই
পুরানো-দীর্ঘ এক বকুল গাছের নীচে
ধুলো-বালি মুছে কুড়িয়ে নেই
স্নিগ্ধ কিছু মনকাড়া ফুল -