জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে
সর্বনাশা ঘূর্ণাবর্তের অলৌকিক রূপ দেখেছি
আর অজানা আশংকা নিয়ে ভেবেছি
এবার কি কি নিতে এসেছে সে
ফলভরা গাছ
পুকুরভরা মাছ
সাজানো বাগান
রক্তে গড়া এক চিলতে কুঁড়েঘর
বর্ণিল স্বপ্নবাজী...
ফলে নুয়ে পড়েছিলো গাছটি
কাক-কোকিল, শেয়ালে
খেয়েছে সে ফল বিস্তর
পৃথিবীর সবটুকু আমার নয়
আমিও আমার নই জেনে
এসব নি:শব্দে চেয়ে চেয়ে দেখেছি
অনেক জোড়াতালি দিয়ে
বাঁচাতে পারিনি তাকে
হাজার কাঁচাপাকা ফল বুকে নিয়ে
মাঝপথে ঢলেছে সে মাটির গন্তব্যে
তছনছ আজ বিশ্বাসের বাগান
পাকা পাকা ফলগুলো কাঠবেড়ালি-ইঁদুরের খেয়ালী উপদ্রবে বিক্ষত