আমি ছাড়া পৃথিবী চলবে
নিজস্ব গতিতে
আবার সূর্য উঠবে
মহিমান্বিত হবে
আলোলোভী ভোর
পারদ ক্ষয়ে যাওয়া আয়নায়
সে মুছে নেবে
ক্লান্তি ও ক্লেদ
অন্যমাত্রা পাবে
প্রশ্ন আর উত্তরগুলো
আহ্লাদ জমা হবে
নতুন সুখে
দুখ নেই জেনে গেছি
এই সুখ শেষ সত্য নয়
ঐকিক নিয়মের মতো
নয় এ জীবন
হাতছানি দেবে
সরল অংকের সিঁড়ি
নিয়ে যাবে
সমাধানের জটিল সূত্রে