তোমার গায়ের রঙ ঘোর কৃষ্ণবর্ণ
চুলগুলো যেন সটান সোনালী ঝর্ণা
নাক থ্যাবড়া, উচ্চতা মাঝারী
চোখের গড়নে প্রাচ্যের কারুকাজ-
পোশাকে পাশ্চাত্যরীতি
কানে বাজছে উদ্বেল সংগীত
নৃত্যে আদি মানুষের উন্মাদনা -
খাদ্য তালিকায় একাকার
তথাকথিত উপজাতীয়-জাতীয় ঐতিহ্য-
ভাষায় সুচারু মিশেল
সহস্র বহুভাষী শব্দের-
স্বপ্নজুড়ে সাঁতরে বেড়ায়
বৈশ্বিক সুন্দরের সেতুবন্ধন-
কে হে তুমি?