ভেবেছিলাম কিছুদিন কিছুই লিখবোনা
বিরতি নেবো কিছু সময়
কিন্তু  আমাকে ছুটি  দিলোনা
বৃষ্টিস্নাত অভিজাত গোলাপি  রঙ্গন
রাবিন্দ্রিক নারীর শাড়ির সাদাটে বেগুনি রঙের পর্তুলিকা
শৈশবের স্মৃতি জাগানিয়া
উজ্জ্বল পিঙ্গল রেইন লিলিরা
মাথা দুলিয়ে বললো
"না হয় তোমার ভেতর ঘরে
ক্লেদ জমেছে অনেক
না হয় তোমার মনে হাজারও দ্বন্দ
না হয় তোমার  মাথায় আকাশ সমান বোঝা
তাতে কি
আমরা কি দোষ করেছি
এই বিকেলের নরম আলোয়
আমরা তোমাকে স্বাগত জানাচ্ছি
না হয় মন খুলে আমাদের সৌন্দর্যের
স্তব গান করলে
তুমি না সুন্দরের পুজারী
আমি ওদের পবিত্র অনুরোধ  
ফেলতে পারলামনা