এখানে আমার বলে কিছু নেই
যদিও অনেক কিছু আমাকে ঘিরে
ছড়িয়ে ছিটিয়ে আছে চারদিকে
আমি কবে কখন এসব একান্তই  আমার ভাবতে শিখে গেছি-
আবার এমনও তো হয়
সত্যিকারের  "যেসব" আমার হওয়ার কথা ছিলো সেসবের সাথে
সখ্যতা হয়নি আমার একজীবনে-
এমন সব অসম্ভব-অদ্ভূতুরে জিনিসকে আঁকড়ে ধরেছি একান্তই  আমার ভেবে-


সেই যেমন সত্যের মতো সুন্দর  কথামালা "বকুল কেবল দলিত করেছি চরণে
ছিলেম যখন নীলিম বকুল শয়নে..."
এখানে আমার বলে কিছু নেই জেনেও কি প্রবলভাবে ন্যায়-অন্যায়ের মাথা চিবিয়ে খেয়ে সবকিছু "আমার , আমার" বলে  বিভতস চিতকার  করে মরছি...
নিষ্ঠুরতার অলংকার পরেছি গলায়
কণ্ঠহার ভেবে