মনের আকাশে কবিতারা ঘুড়ি হয়ে উড়ে
আঙিনায় প্রজাপতি  হয়ে রঙ ছড়ায়
আন্দোলিত করে
একান্ত গভীর ভালোলাগায়
আচ্ছন্ন করে বেদনার মতো
অবোধ্য তীক্ষ্ণতায়
দারুণ ব্যস্ততায় অথবা ক্লান্ত অবসরে
লিখে রাখি, লিখে রাখি করে
লেখা হয়না কিছুই
কখন উড়ে যায়
বিবর্ণ হয়ে হাওয়ায় মিলিয়ে যায়
ওদেরকে ধরতে পারিনা
সাদা কাগজে কালো কালো হরফে
অমর করে রাখতে পারিনা
তাতে ওদের দোষটা কোথায়
ওরা তো এসেছিলো ঠিকই
নিশর্ত ভালোবাসা  নিয়ে
আমার বোধের সীমানায়..