এই পথ দিয়ে চলে যাবার সময়
চিহ্ন রেখে যাবো
পায়ের ঘুঙুর, গোলাপ বালা,
কানপাশা,  কণ্ঠহার,
টিকলী, নাকছাবি
কপালের টিপ, সুগন্ধীর বোতল, সুরমাদান, এমনকি ফেলে যাবো
জরির ওড়না...
তুমি ভুলে যেতে চাইলে
অস্বীকার করতে চাইলে
কালো বেড়ালের জলজলে চোখের মতো তোমাকে হাতছানি দেবে ওরা
তুমি ভয় পাবে
পিছু হটে যাবে
কিন্ত যুগান্তর জুড়ে
নীলচে সবুজ বিস্ময় হয়ে
ওরা তোমাকে শাসাবে
তারপর তুমি, আমি, আমরা
একযোগে ইতিহাস হবো -