বার বার দৃঢ় সংকল্প করি
কোনো সুন্দরের দিকে আর তাকাবো না
তাকে দারুণ অবহেলায় উপেক্ষা করবো---
মাথা নীচু করে পথ চলি
ডানে-বামে কিছু দেখতে চাইনে
চাইনে বললেই কি হয় ?
কতো কি যে না চাইলেও চোখে পড়ে যায়---
চোখে পড়ে যায় ভীষন যুবক কৃষ্ণচূড়ার
মাথা জোড়া উজ্জ্বল লাল দীর্ঘ মুকুট -
অমন বিশাল মুকুট আমি কোনো রাজার মাথায়
কোনোদিন দেখিনি
মাথা ঝুকিয়ে সে যখন আমাকে অভিনন্দন জানায়
আমি সত্যিই সুন্দরকে আর উপেক্ষা করতে পারিনে ...