এই  আমি সহসা
এমন খেই হারা হয়ে যাইনে
মানুষেরা উল্টো সান্তনা পাওয়ার আশায় -
দিন নেই , রাত নেই ---


তার কেটে গেলে পরে
কি যে হয়!
একেবারে খেই হারিয়ে ফেলি---
ক্ষিপ্ত পশুর থেকেও হয়ে যাই ভয়ংকর
হয়ে যাই ভীষন মারমুখী-


আজ আমি এখানেই নেমে পড়ব এখন
যেনো সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে ।
ছুঁড়ে ফেলে দেবো সব বিলাসীতা---
এক পোশাকে ভিক্ষারী হবো
তবু অসহনীয় এই ভণ্ডামী -
এই ভালোমানুষীর অভিনয় ---


রাগ-অভিমান পড়ে গেলে পরে
পোষমানা পশুর মতো
এলিয়ে দেই ক্লান্ত শরীর;
বড় ধকল গেলো-
পার করে দিচ্ছি বড় বাজে সময়---