কি যে করি
আমার কেবল ভুল হয়ে যায়-
আমি ক্লান্ত পায়ে অন্য কোনো
ঠিকানায় রওনা হয়েছিলাম
বিশ্বাস করো-
একবারও সাহস করে
তোমার আঙ্গিনায় আসতে চাইনি
আমি সুন্দরকে দূর থেকে দেখে
যথেষ্ঠ ধন্য হয়ে যাই---
ভাগ্যিস তুমি দৃষ্টি সীমানার মাঝে কোথাও ছিলে না
চারপাশে একবার চোখ বুলিয়ে নেই
আজ সন্ধ্যায় শিউলি গাছটায় অনেক ফুল ফুটবে---
সন্ত্রস্ত পায়ে ফিরে আসি-
তোমার নাম উচ্চারণ করতে চাইনি
জনসমক্ষে সে কি লজ্জা ...!
আমার কেবল ভুল হয়ে যায়
কবিতায় আঁকিবুকি কাটতে গিয়ে
আবারও ভুল করে গন্তব্য হয়ে উঠো তুমি
বিশ্বাস করো এ সম্পর্কের কোথাও
তোমাকে আহবান করা যায়না ---