তোমার আসরে অন্যদের মতো আমিও আমন্ত্রিত
এই হঠাত শীতলতার ছোঁয়া পাওয়া সন্ধ্যা -
এই স্নিগ্ধ হাওয়া-
বাতাসে বোধহয় বৃষ্টি-জলের অদৃশ্য কুঁচি
মাখামাখি হয়ে আছে
এই মৃদু নরম আলো-
তোমার অন্যান্য আমন্ত্রিতদের মাঝে
আমি তো নিতান্তই নগন্য-
তবু জানি তোমার চোখ থেকে ঠিকরে পড়া উজ্জ্বলতা-
তোমার অকারন শব্দোচ্ছাস -
তোমার নন্দিত হাসি-
তোমার ব্যস্ততার কেন্দ্রবিন্দু হয়ে আছি আমি ;
মানুষের এমন ভুল হয় ---
তোমাকে দোষ দেইনে আমি
আমি ক্রমশ নির্মোহতার গভীর অতলে ডুবে যাই-
এমন অনেক মোহ আমাকে জ্বালিয়েছে ঢের
আমি একান্ত করে যা চেয়েছি
পেয়ে গেছি গভীর নিবিষ্ট সাধনায়---
দূর্ভাগ্য সেসব কেমন করে
আমার মুঠো ফসকে হারিয়ে গেছে দৃষ্টি সীমানার বাইরে
হয়তো অযোগ্য মালিক ছিলাম আমি!
তাই আজকাল নিজেকে সমর্পন করেছি
নিস্পৃহতার চাওয়া-পাওয়াহীন জগতে---
জেনে গেছি ভুলেরা আমায় বড় ভালোবাসে;
তারপরও কথা থেকে যায়
"এই সব পার্থিব সুখ যে একান্ত আমার নয় "