আমার আঙ্গুলের ফাঁক-ফোকর গলে
সে কেবল পালাতে চায়-
আমার শুদ্ধ সংগকে সে উপেক্ষা করে -
আমার আকণ্ঠ তৃষ্ণাকে সে চোখরাঙ্গায়-
আমার আজন্ম লালিত  নিবিড় প্রতিশ্রুতিকে
সে ব্যর্থ প্রমাণ করে দিতে চায়-
আমার সব নান্দনিক আয়োজনকে
সে মিথ্যে করে দেয়-
আমি এক দূর্দান্ত অস্তিত্ব
এই পরাজয় আমি মেনে নেবো কেনো ?
আমি তাই আমার স্মৃতিকেন্দ্রে
তোমাকে রেখেছি অমর করে -
সেইখানে সময় নতজানু দাস হয়ে
আদিম প্রার্থণার ভংগীতে
কেবল তোমাকে বন্দনা করে---