তোমার কাছে যাবো বলে
আজকাল অকারণ খুব ব্যস্ত হয়ে আছি---
বোকার মতো স্বযত্নে চোখ বুলাই
দোকানগুলোর চোখ ঝলসানো দামী শো-পিস গুলোতে -  
ফুলের দোকানে গিয়ে বাছাই করি
গোলাপী গ্লাডিওলাস -রজনীগন্ধা-
আজকাল ফুলও চাইলে ছোঁয়া যায়না
কারা যেনো আগুন লাগিয়েছে
ওদের কোমল গায়ে -
আমার ক্ষুদ্র সামর্থ্যের সর্বোচ্চ সদব্যবহার করে
সাজিয়ে নেই নিজেকে ---
অমন করে হাসবেনা !
রাজা-প্রজার এই ভালোবাসায়
জানি এক মহাসাগর পার্থক্য বাধা হয়ে আছে-
আমাকে পাড়ি দিতে হবে অনেক সাহারা মরুভূমি-
মানুষ কি মহাসাগরকে তুচ্ছ করেনি ?
এমনকি গন্তব্যে পৌঁছানোর আগে
শিরোচ্ছেদ হতে পারে আমার-
তবু আমি নির্ভিক পায়ে হেঁটে যাই
যুগে যুগে তোমার উদ্দেশ্যে---