আমিও দূর্দান্ত মানুষ
নিরন্তর মাথা নীঁচু করে থাকি
নিজেকে ঠকাই--ঠকে যাই
এ আমার কাংক্ষিত জীবন যাপন নয়
যখন দূর্বৃত্তরা আমার পূর্ব পুরুষের জমি-
ঠিকানা  কেড়ে নিতে চায়-
আমার একান্ত জনকে
আমারই চোখের সামনে ধর্ষন করে-
নিজেকে ঊনমানুষ মনে হয়
আমি ক্ষ্যাপা পশুর মতো হয়ে যাই নিমেষে
চারিদিকে মানুষ দেখিনা ---
দেখি মানুষের মুখোশে পশুর দাপট
আমারও শরীরে দূর্দান্ত যৌবন বন্দী হয়ে মাতম করে
মুক্তির আশায়-
মুক্তি দূরাশা হয়ে আমার থেকে যোজন দূরে
সরে সরে যায়---
আমার ক্ষোভগুলো অপাত্রে ঝরে পড়ে
স্ফুলিঙ্গের মতো-
তাতে নিথর পৃথিবীর কিছুই যায়-আসেনা
সে কেবলই নিস্পৃহের মতো আমার পরাজয় দেখে
ব্যর্থতার নজির গোনে...