সে বেশ বহুদিন আগে
তুমি আর আমি এই নগরে
এই নির্জন পথটি ধরে
স্বপ্ন বোনা চোখে হেঁটেছি-
প্রশস্ত রাস্তার দুধারে সারিবদ্ধ ফলবান পামের নিমগ্নতা
চৈতন্য অবশ করা নৈ:শব্দ -
আহা সময় ! সে বড় যাদুকর -
তুমিও অন্য ভূবনে
আমাকে বিস্স্মৃত হয়ে
হয়তো অন্য কোনো বন্দীত্ব বেছে নিয়েছো-
আমি এই প্রিয় নগরকে বিভ্ত্স লোভে
গলা টিপে হত্যা করেছি
একটু একটু করে -
অলি-গলি-রাজপথে
আত্মাহীন অগণিত শবের মিছিল
আমার হৃদয়ে জমা হয়েছে বৈশ্বিক যতো বর্জ্য---
এখানে আমার এই নগরের মতো
একটুও প্রেম কোথাও বেঁচে নেই-
আজ যেন আমি নিজেই নিজেকে করেছি
বহনের অযোগ্য-
আর আমার প্রিয় নগরও ধ্বংসের প্রান্ত সীমানায়;
আমি তুমুল প্লাবনের অপেক্ষায় আছি
যে ভাসিয়ে নেবে
সব ভুল-
সব শব-
সব মৃত আত্মা-