উজ্জ্বল আলোয় ভেসে যাচ্ছে
ঝা চকচকে রেঁস্তোরা-
বিলের অংকটাও বেশ ভারী-
বাচ্চাদের হুটোপুটি-হুল্লোর -
চোখে জল এনে দেয়-
আমি এখন সুখ মাপতে বসিনা!
অহংকে ঘুম পাড়িয়েছি
রূপকথার রুপোর কাঠির ছোঁয়ায়-
আমাদের দু'জনের মাঝে পড়ে থাকে
অলস অখণ্ড নির্লিপ্ততা-
আরও অসহ্য এই উপেক্ষা-
যখন সবকিছু পেয়ে যায়
কাঁচের মতো স্প্ষ্টতা -
তোমার একটুকরো কথা আমূল নাড়াতো
ক্লাস লেকচারে চিরকুট
''গার্লস ফ্রম টুমরো...''
এখন মুখে কোনো কথা নেই
এমনকি চোখের তারায় নেই
ছিটেফোটা অবশিষ্ট বিস্ময়-