বিনা নোটিসে চলে গেছো
চারদিকে শূন্যতা-হাহাকার
শুধু আকূলভাবে
এই দুই চোখ তোমাকে খুঁজছে -
খুঁজছে বৃষ্টিভেজা সবুজ রাস্তায়
যতদূর দৃষ্টি যায়-
খুঁজে ফিরছে ভেজা রক্ত-জবার কান্নায়-
এয়ারপোর্টে ছুটে যাই
নাটকীয় খোঁজাখুঁজি ---
ব্যকুল -বিধ্বস্ত এই হৃদয়
হায়!এ কি বোকামী
এমন কি কোনো কথা হয়েছিলো?
ছিলো কি কোনো ব্যক্ত নিবিড় প্রতিজ্ঞা ?
শুধু পরবাসী শাদা মেঘেদের কাছে প্রশ্ন
সে কি কিছু বলে গেছে
তোমাদের কানে কানে ?
গভীর স্বচ্ছ নীল আকাশ
তার চোখে তুমি দেখেছো কি
কোনো কোমল বৃষ্টির মেঘ?
হায়!কিছুই যে জানা হলোনা---