কিছু কিছু অবিশ্বাস্য সত্যের সাথে
সমঝোতা করে নেই-
বলা যায় বাধ্য হই -
একদিকে শ্রদ্ধেয় তিনি
আর অন্যদিকে তুমি
আজ আমার দুদিকে যেন
ধুসর যন্ত্রনা বেঁধেছে বাসা-
আমি কোনদিকে যাবো?
কাকে গ্রহণ করব ?
কাকে করব বর্জন?
পৃথিবীতে কতো সত্য তো আছে
সব সত্য কি আমাকেই অভিজ্ঞতা হয়ে
জ্বালাবে-পোড়াবে জল্লাদের নিষ্ঠুরতায়?
এই জন্ম -এই অস্তিত্ব প্রশ্নবোধক হয়ে
কেবল আমাকে নিঃস্বতর করে
পায়ের নীচের মাটি যেনো কেঁপে উঠে
তোমাকে নিয়ে অন্য মাটির সন্ধানে যাব
সে সুযোগও নেই
অবশেষে কাপুরুষের মতো
তোমাকেই ধর্ষিত হওয়ার
সাক্ষী হয়ে থাকি -