তোমাকে দেখে প্রথম দর্শনে মনে হয়েছিলো
এক শুকিয়ে যাওয়া র্ঝণা-
এক মৃত নদী-
উঁই-পোকায় খাওয়া এক বৃক্ষ-
রাজ্যের বিরক্তি ভর করা চাহনী-
নির্লিপ্ত পদক্ষেপ-
হঠাৎ দেখি তুমি এক চঞ্চল র্ঝণা হয়ে
নদীপথে রূপালী রোদ-চিকচিক হ্রদ ---


---------------------------


তোমার রোদেলা মুখকে অস্বীকার করি
এমন শক্তি কোথায় আমার !
মুগ্ধতার দেশে
অন্ধ মানুষের মতো দেই
উদ্দেশ্যহীন পাড়ি---
কোথা থেকে উড়ে এলো
বিধ্বংসী টাইফুন-
আজ তোমার রোদেলা আকাশে
মুখ গোমড়া মেঘ -
রোদ সেই কবে নিয়েছে ছুটি ।