গানে গানে সুরে সুরে কেটে যায়
একটুখানি কুড়িয়ে পাওয়া অবসর
আমার বিশ্বাসের মতো
প্রার্থণা হয়ে
নিঃর্শত সঙ্গ দেয়
পুনরুজ্জীবিত করে
আর একটি অজানা দিনের জন্যে
সাজিয়ে তোলে নিপূণ সৈনিকের বেশে
কোনো কোনো গানের মাঝে সুর বোনা থাকে
বোনা থাকে আরও কিছু অব্যক্ত বেদনার বোবা আর্তনাদের ভাষা
বোধের ঘরের বন্ধ দরজায় কড়া নেড়ে ফিরে যায়
ফিরে যায় জমানো অভিমান বুকে নিয়ে
তবুও আমার একাকীত্বের দিনে
হাহাকারের অন্ধকারে
সুরকে অবলম্বন করে
আবার বেঁচে উঠি
নতুন প্রত্যাশায়--